জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ১৩টি ক্যাটাগরির ২৫৫টি শূন্যপদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীগণ আগামী ৬ এপ্রিল ২০২৫ তারিখ থেকে ২০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১/এনএসআই হলো বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা (ভারতে যেমন Raw- Research & Analysis Wing,আমেরিকাতে যেমন CIA-Central Intelligence Agency,তেমনিভাবে বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় NSI - National Security Intelligence
২/এনএসআই চাকরি মানেই সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পরিচালিত হয় এবং মূল কাজই গোয়েন্দা তথ্য সংগ্রহ করা;যারা কাজের ভেতর এডভেঞ্চার চান,তাদের জন্য এইটা বেস্ট চাকরি।
৩/এনএসআই সদস্যদের অত্যন্ত গোপনীয়তায় সেনাবাহিনী,নৌবাহিনী,বিমানবাহিনী এবং ডিজিএফআইয়ের সাথে ঘনিষ্ঠ প্রশিক্ষণ দেওয়া হয়।।।
৪/এনএসআই পদে প্রমোশনের মাধ্যমে সহকারী পরিচালক(৯ম গ্রেড) থেকে উপ পরিচালক (৬ষ্ঠ গ্রেড),উপ পরিচালক থেকে যুগ্ম পরিচালক,যুগ্ম পরিচালক থেকে উপপরিচালক হতে পারবেন।।।
৫/তিনটি ধাপ- প্রিলি,লিখিত ও ভাইবার মাধ্যমে এনএসআই পরীক্ষা হয়ে থাকে (বাংলা/ইংরেজি/জিকে/গণিতের পাশাপাশি বিজ্ঞান ও কম্পিউটার থেকে প্রশ্ন হয়ে থাকে)।
৬/২৫৫ পদের জন্য ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন;আবেদন শুরু হবে ০৬/০৪/২৫ এবং শেষ হবে ২০/০৪/২৫
ওয়েবসাইট লিঙ্ক: (ndr.Teletalk.bd)